রাজধানীসহ সারাদেশেই এক ধরনের আতঙ্ক তৃতীয় লিঙ্গের মানুষরা। রাস্তাঘাট, বিনোদনকেন্দ্র, বাস বা গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে তারা টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস দাবি করেন। না দিলে হেনস্তা করতেও ছাড়েন না তারা।
তবে তাদের মধ্যে ব্যতিক্রম জামালুপরের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার বেশকিছু তৃতীয় লিঙ্গের মানুষ। তারা নকশিকাঁথা সেলাই করে উপার্জন করেন। কারও কাছ থেকে জোর করে টাকা নেন না, করেন না ভিক্ষাবৃত্তি।
বিস্তারিত-https://bit.ly/2U2TCvT